এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি উপদেষ্টা
রাজধানীর বিদ্যুৎ ভবনে আজ মঙ্গলবার লাফার্জহোলসিম ও জালালাবাদ গ্যাস পিএলসির গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
জ্বালানির দাম এখনই বাড়ছে না: উপদেষ্টা
ঢাকা, মঙ্গলবার:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, যুদ্ধের স্থায়িত্বের ওপর জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টি নির্ভর করছে। তবে স্বল্পমেয়াদে জ্বালানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
রাজধানীর বিদ্যুৎ ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে, কিন্তু দেশের বাজারে এখনই দাম বাড়ানো হবে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মুনাফা থেকে সেটি সমন্বয় করা হবে। ভর্তুকিও বাড়ানো হবে না। তিনি আরও জানান, আমদানির ক্ষেত্রে নিয়মিত সাশ্রয়ের চেষ্টা চলছে। “গত সপ্তাহে একটি দরপত্রে ২১ কোটি টাকা সাশ্রয় হয়েছে,” বলেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমানে প্রচুর ভর্তুকি দেওয়া হচ্ছে, যা আর বাড়ানো সম্ভব নয়। তাই খরচ কমাতে হবে। ইতোমধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “বেসরকারি খাত দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ কমলেও, বিদ্যমান বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ বাড়াচ্ছেন। তাই তাঁদের আরও উৎসাহিত করতে হবে, পাশাপাশি নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এদিন সিলেটের গ্যাস বিতরণ সংস্থা জালালাবাদ গ্যাস পিএলসি এবং লাফার্জহোলসিম এর মধ্যে একটি গ্যাস বিক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায়, জালালাবাদ গ্যাস সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিমের সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করবে। বিইআরসি নির্ধারিত হারে গ্যাসের মূল্য পরিশোধ করবে লাফার্জ। চুক্তিতে সই করেন লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এবং জালালাবাদের মহাব্যবস্থাপক (কোম্পানি সচিবালয়) জিতেন্দ্র কুমার দাস।